বাসু দেব নাথ

  ১৪ মার্চ, ২০২০

মুজিব স্মরণে

মুজিব তুমি জন্মে ছিলে

বীর বাঙালির জন্য,

তোমায় পেয়ে ধন্য ছিল

এই বাংলার সৈন্য।

তুমি ছিলে দীপ্তিদায়ক

এই বাংলার মন,

তুমি ছিলে কালবৈশাখে

মেঘের বজ্রাসন।

তোমার জন্যি এই বাংলা,

হৃদয়ে তুমি গাথা,

তোমার জন্যি শ্রদ্ধার আসন

এই হৃদয়ে পাতা।

তুমি ছিলে এই বাংলার

নিঃস্বার্থ এক মিত্র,

তোমার জন্যি এই বাংলা

এঁকেছে মানচিত্র।

পেয়েছে একটি স্বাধীন দেশ

নীল আকাশে ধ্বজা,

তোমায় স্মরণ করি মুজিব

করে আলোক প্রজ্জা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close