আনোয়ারুল হক নোমান

  ০৮ ফেব্রুয়ারি, ২০২০

সৈকত

সৈকতে আসিয়া দেখিয়াছি

অজস্র কল্লোল,

হাজার মানুষের ভিড়ে বেলাভূমে

লাগে মনে দোল!

উচ্ছ্বাসে মেতে এই সিন্ধু হাসে

বীচি বুকে কত বল

প্রীতি-প্রেমের বাঁধনে শোনি

সমধুর কোলাহল।

ময়ূরপঙ্খি নায়ের দেখা

পেয়েছি আজ

নোনাজলে ভাসিছে কত

সাম্পান, স্পিডবোড, নৌকা, জাহাজ।

শঙ্খমালা গাঁথিল কেবা

করিয়া সনিপুণ,

মমচিত্তে হেরি তারে

হৃদে বাজে গুণ গুণ।

সাগর নীলিমা রং ছুঁয়ে দিয়ে যায় মন

দূর বহুদূর দৃষ্টি পানে,

মনোহর্ষক গোধূলি রং

কত যে আঁকে ছবি মনের কোণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close