কাব্য কবির

  ০৭ ডিসেম্বর, ২০১৯

শীতের পিঠা

শীত এলেই পিঠা তৈরির

জমে দেখি মেলা,

পিঠা তৈরি করে বধূ

কাটিয়ে দেয় বেলা।

ভাপা পিঠা, পুলি পিঠা

নানান পিঠার ঘ্রাণ,

পিঠা তৈরির ঘ্রাণে আমার

ভরে ওঠে প্রাণ।

খেজুরের রসে ভেজানো হয়

চিতই নামের পিঠা,

ভেজানোর পর খেলেই তা

লাগে যেন মিঠা।

শীতের দিনে গাঁয়ের সবাই

পিঠা তৈরি করে,

শীতের পিঠা দেখলে আমার

হৃদয় ওঠে ভরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close