ইবরাহীম আদহাম

  ২৬ অক্টোবর, ২০১৯

আমার দেশের কৃষাণ

আমার দেশের সোনার কৃষাণ

ঘাম ঝরিয়ে পায়ে

সোনার ফসল ফলায় তারা

সবুজ বাংলার গাঁয়ে।

পুবাল হাওয়া ঢেউ খেলে যায়

সবুজ ধানের বুকে

তাই না দেখে কৃষাণ ভাইয়ের

হাসি ফোটে মুখে।

সোনা রঙের সোনার ধানে

ভরে কৃষাণ গোলা

কৃষাণ ভাইয়ের হাসি দেখে

হয় মাঝি পথ ভোলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close