আবদুল্লাহ আশরাফ

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শরৎ

পেঁজা তুলো তুলো

চোখ ঢুলো ঢুলো

মেঘের মিছিল আসছে

ভেজা ভেজা দিন

কী অমলিন

রৌদ্র হঠাৎ হাসছে।

বনে বনে কাশ

ফুলের সুভাস

কখনো মেঘের গর্জন

তখন বুঝেছি

শরৎ খুঁজেছি

করিনি তাকে বর্জন।

রাশি রাশি ফুল

শিউলি বকুল

কোমল বায়ুর ছন্দ

ঝকঝকে চাঁদ

খুশির আবাদ

বলছে তোকে মন্দ?

যখনি আকাশে

মেঘের আভাসে

ডাক দিয়ে যায় কড়ত

তখনি জানবে

এসেছে মানবে

স্নিগ্ধ মধুর শরৎ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close