নকীবুল হক

  ২৯ জুন, ২০১৯

বৃষ্টি

সকাল থেকে গাঁও-গেরামে

পড়ছে শুধু বৃষ্টি

আষাঢ় এলে বৃষ্টি পড়ে

এক অপরূপ সৃষ্টি।

বৃষ্টি এলে জানালা দিয়ে

যায় যখনই দৃষ্টি

কবি হতে ইচ্ছে করে

মিষ্টি লাগে বৃষ্টি।

গ্রীষ্ম শেষে বর্ষা আসে

ঝরে শুধুই বৃষ্টি

ষড়ঋতুর বাংলাদেশে

প্রভুর অমোঘ সৃষ্টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close