শরীফ সাথী

  ২২ জুন, ২০১৯

আমার দাদা

লাখের ভিতর গর্ব আমার

বড্ড ভালো লক্ষ্মী দাদা,

মন যেন তার পরশ আলো

হৃদয় জুড়ে সর্ব সাদা।

ভালো মনের ভালো জ্ঞানের

দিন কাটে দিন অল্প সুখে,

রোজ বিকালে রূপকথার দেশ

কত কথার গল্প মুখে।

দৈত্য দানব ভূতের রাজ্য

পশুপাখির বেশ নিয়ে,

বৃক্ষ নদী ফুল ফসলের

মেঘ পরীদের দেশ নিয়ে।

মজার মধুর গল্প শোনাই

চন্দ্র সূর্য তারাদের,

খেলার জগৎ বাদ পড়ে না

জেতা এবং হারাদের।

মেলার মাঠে পুতুল সার্কাস

গল্প মুখে থামে না,

হাসিখুশির খোশমেজাজি

দাদা মোটেই ঘামে না।

বয়স একশো পার হয়েছে

সুঠাম দেহ ভুঁড়ি নেই,

শাকসবজি খাওয়ার তাকিদ

আমার দাদার জুড়ি নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close