আঞ্জুমন আরা

  ০৮ জুন, ২০১৯

পথশিশুর ঈদ

বাবা-মা কেউ নেই, বসতের নেই ঘর,

ঈদের খুশি তার নয় কষ্ট জনমভর।

রঙ ভরা জামাগুলো দোকানে ঝুলে রয়,

মন চায় কিনে নিতে এ কথা কারে কয়।

ফিরে এল ঈদ আজ খুশি ভরা জোয়ারে,

পথশিশু হাত পাতে ধনীদের দুয়ারে।

কেউ গলা ধাক্কায় কেউ দেয় দু টাকা,

কোথা পাবে খুশি আর রঙ মাখা জামাটা।

চারিদিকে হৈচৈ ঈদের খুশি বয়ে যায়,

অন্তর কাঁদে তার না পাওয়ার বেদনায়।

ভাবে বসে ফুটপাতে গালে দিয়ে দুই হাত,

পরী হয়ে মা এলে শুরু হলে চাঁদ রাত।

লাল সেই জামাটা তাকে দিল পরিয়ে,

বাবা বলে চুমু খেলো গলাটা জড়িয়ে।

ধরাতে কেউ নেই রাঙাবে দুঃখী মন,

পথশিশু বলে তার পথে কাটে আজীবন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close