মো. মোশারফ হোসেন

  ২৫ মে, ২০১৯

পরাজয়ের কাছাকাছি

স্বপ্নের পিছু ছুটছি

সেই ছোটকাল থেকে।

শত ঝঞ্জাটকে পাস কাটিয়ে

ছোট ছোট নিঃশ্বাস ফেলে।

আমি আর পারছি না

এবার হলো বুঝি পরাজয়।

জয়ের কাছাকাছি গিয়ে

দেখতে হয় পরাজয়।

স্বপ্ন দেখেছি অগোছালো

তাই, তার পরিণতিও সেই।

পিছুটানের পথটা যেন

থাকছে আমার কাছেই।

একা চলার পথে

আছে অনেক বাধা।

চলতে চলতে হয়ে গেছি

বাস্তবতার গাধা।

চলতে গিয়ে যাকেই আমি

করেছি রোল মডেল।

সেই আমাকে দেখিয়েছে

চেঙ্গিস খাঁর ঢাল।

জীবন মানে স্বপ্ন নয়রে

জীবন মানে যুদ্ধ।

তাই ঢাল দেখিয়ে পথ দেখিয়েছে

স্বপ্ন নামের যুদ্ধে।

সময় তা আর নাইরে

স্বপ্ন দেখবি কত আর?

স্বপ্ন ছেড়ে এবার নেমে আয়রে

এই কঠিন বাস্তবতার।

শুনেছি এক জ্ঞানী বলেছে

স্বপ্ন দেখা কঠিন!

বাস্তবতার সঙ্গে করে আলিঙ্গন

বুঝেছি তার কথা।

বাস্তবতা যদিও কঠিন

স্বপ্নের চেয়ে নয়।

সময় হারিয়ে স্বপ্ন দেখলে

বুঝবে কেমন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close