আঞ্জুমন আরা

  ০৬ এপ্রিল, ২০১৯

খুকুর স্বপ্ন

খুকুর চোখে স্বপ্ন কত

লেখাপড়া শিখবে,

বড় হয়ে অবাক বিশ্ব

ঘুরে ঘুরে দেখবে।

প্রতি বছর নতুন বইয়ের

নতুন যত পড়া,

মন দিয়ে পড়বে যেন

জীবনটা যায় গড়া।

বিজ্ঞানের খুঁটিনাটি

জানবে মন দিয়ে,

জ্ঞানের নেশায় রইবে ডুবে

থামবে চূড়ায় গিয়ে।

আলোর ছটা ছড়িয়ে দেবে

সারা বাংলাদেশে,

ধন্য মেয়ে বলবে লোকে

তাকে ভালোবেসে।

অন্ধকারের সকল বাধা

দেবে খুকু ভেঙে,

তার হৃদয়ের দ্বীপ্ত শিখায়

উঠবে ধরা রেঙে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close