জিল্লুর রহমান পাটোয়ারী

  ১৫ ডিসেম্বর, ২০১৮

হেমন্তের রূপ

খুকি আঁকে হেমন্তের রূপ,

গাঁয়ের একটি ছবিÑ

শীত সকালের দূর্বা ঘাসে,

হাসে আকাশের রবি।

হেমন্তের রূপ শীতের ছোঁয়া,

পাকা ধানের মাঠেÑ

খুকি আঁকে ছোট্ট হাতে ঐ,

মাঝি খেয়া ঘাটে।

সারি বাঁধা নৌকা আঁকে খুকি,

সাদা বকের ঝাঁকÑ

নদীর ধারে বসে আছে,

কালো দুটি কাক।

ছবি আঁকে খুকি বসে,

রঙ পেন্সিলে খাতায়Ñ

ছোট্ট খুকি ভাবে মনে,

বুদ্ধি নিয়ে মাথায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close