শাফায়েত হোসেন

  ১৫ ডিসেম্বর, ২০১৮

শীত

শীতের আমেজ পড়ছে দেশে শিশিরকণা মেখে,

মেঘ গিয়েছে মেঘের বাড়ি, ফুল কলিদের রেখে।

ভোরে হাসে শিশির কণা সবুজ-শ্যামল ঘাসে,

খেজুর রসের হাঁড়ি নিয়ে শীতকালটা আসে।

দিন হয়েছে ছোট্ট অতি রাত হয়েছে বড়,

দিনটা যেন রাতটা থেকেই ভয়ে জড়সড়।

বিকেলবেলা খেলার টানে ছুটি খেলার মাঠে,

গোধূলি ঐ রং মেখে যায় সূর্যি নামে পাটে।

গাঁয়ের মাঠে আমন খেতের পাকা পাকা ধান,

চাষার মুখে মধুর হাসি বাউল সুরের গান।

ঝিকিমিকি রোদের আলোয় শীতের রানি হাসে,

ঠা-া জ্বরে বুড়ো-বুড়ি খুলখুলিয়ে কাশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close