অনিরুদ্ধ সাজ্জাদ

  ০৩ নভেম্বর, ২০১৮

গ্রামবাংলা

শুভ্র সকাল এই কুয়াশায়

ঘাসের ওপর হাঁটতে চাই।

এইখানে এই গাঁয়ের মাঝে

ইচ্ছা করে হারিয়ে যাই।

এই কুয়াশায় দূরপানে ওই

রই তাকিয়ে চোখ ঘোলা।

সকালবেলার মিষ্টি মাখা

রবির আলোয় মনভোলা।

এই গাঁয়ের এই মেঠোপথে

বাজছে যেন মেঠো সুর।

মনটা যে চায় এই সুরেতে

যাই হারিয়ে অনেক দূর।

মাঠে মাঠে ধানের খেতে

সবুজ মেলায় বয় হাসি।

এই বাংলা আমার মায়ের

তাই তো ভালো খুব বাসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close