পবিত্র মহন্ত জীবন

  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

শরৎ ঋতুর দেশ

শরতকালে নীলাকাশে

সাদা মেঘের ঘোল

নদীর কূলে হাওয়া তোলে

কাশফুলের দোল।

ফুলবাগানে ফুলের ঘ্রাণ

যায় বাতাসে ভেসে

সকালবেলা শিউলি ফোটে

শরৎ ঋতুর বেশে।

শরতকালে মেঠোপথে

শিশির ভেজা ঘাস

সবুজ-শ্যামল ফসল জমি

আমন ধানের চাষ।

শরতকালে নদীর তীরে

সাদা বকের সারি

উদাস মনে উড়ছে দেখ

দিচ্ছে সাগর পাড়ি।

শরতকালে সকালবেলা

দেখতে লাগে বেশ!

নতুন রূপে নতুন সাজে

শরৎ ঋতুর দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close