হাসান ইকবাল

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

শরৎ আসে

শরৎ আসে কাশের বনে

মেঘের ভেলায় ভেসে,

ভোরের ঝরা শিউলি ফুলে

সোনা রোদে হেসে।

শরৎ আসে নীল আকাশে

সাদা মেঘের রথে,

মাঠে মাঠে সবুজ ক্ষেতে

গাঁয়ের মেঠোপথে।

শরৎ আসে ঝিলের জলে

শান্ত নদীর কূলে,

বনে বনে পাখির গানে

হরেক রকম ফুলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close