অনিরুদ্ধ সাজ্জাদ

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

স্বপ্নের নীড়

মেঘমালা উড়ে যায়

তুষাড়ের মতো।

নদীর ঐ তীরে তীরে

কাশ ফোটে কত।

ঝিরি ঝিরি বৃষ্টিটা

হঠাৎ আসে যায়।

বাতাসেতে পাল উড়ে

নৌকাটা বায়।

সবুজ শ্যামল মাঠে

কৃষকের গান।

পাখিদের কলরবে

জুড়ে যায় প্রাণ।

নদী তীরে লেগে থাকে

হাঁসেদের ভিড়।

সতেজ শ্যামল এ যে

স্বপ্নের নীড়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close