আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

বিক্রি হবে ট্রাম্পের আঁকা ছবি, দাম ৭ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর বেশ চমক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি। ব্যবসায়ী থেকে রাতারাতি হয়ে যান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। ব্যস্ত এই মানুষটি যে একটি শৈল্পিক সত্তাও আছে তা অনেকেরই হয়তো অজানা। সময় আর মন অনুকূলে থাকলে কলম-পেনসিলের খোঁচায় এঁকে ফেলেন ছবি।

সম্প্রতি এমনই একটি ছবি বেশ সাড়া ফেলেছে ট্রাম্পভক্তদের মধ্যে। সাদা কাগজের ওপর পেনসিলে আঁকা ১১ দশমিক ৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ৯ ইঞ্চি প্রস্থের ছবিটির দাম হাঁকা হয়েছে সাত লাখ ৩০ হাজার টাকা (নয় হাজার মার্কিন ডলার)। এককালের আবাসন ব্যবসায়ী ট্রাম্পের আঁকা ছবিতেও কিন্তু রয়েছে তার ব্যবসায়ী চিন্তাধারার ছোঁয়া। পেনসিলের আঁচড় কেটে এঁকেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের উঁচু উঁচু অট্টালিকার ছবি। সেসব অট্টালিকার পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। তবে কাঁচা হাতে আঁকা ছবির নদীটি দেখে বোঝার উপায় নেই সেটি হাডসন নদী নাকি ইস্ট নদী।

অট্টালিকাগুলো কিন্তু অকারণেই আঁকেননি ট্রাম্প।

ছবির ঠিক মাঝের ভবনটি যে তার মালিকানার ট্রাম্প টাওয়ারের ছবি তা এক চোখ দেখলেই বোঝা যায়। আর নিজের আঁকা ছবিটির নিচে বেশ কায়দা করে নিজের স্বাক্ষরও দিয়েছেন মি. প্রেসিডেন্ট।

কি, চান ট্রাম্পের আঁকা ছবিটি ঝুলিয়ে আপনার ঘরের দেয়ালের শোভা বাড়াতে। তাহলে এখনই পকেট হাতড়ে বের করে ফেলুন সাত লাখ ৩০ হাজার টাকা। তবেই আপনার ঘরের দেয়ালে শোভা পেতে পারে ট্রাম্পের আঁকা ছবি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist