আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মে, ২০১৭

ম্যানচেস্টার হামলাকারীর ছবি প্রকাশ

চোখে চশমা, মাথায় টুপি, গায়ে জ্যাকেটÑ ম্যানচেস্টারের হামলাকারী সলমন আবেদির শেষ মুহূর্তের ছবি সামনে এলো। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা গিয়েছে। গত ২২ মে ব্রিটেনের ম্যানচেস্টার অ্যারিনা স্টেডিয়ামে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের অনুষ্ঠান শেষে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বছর বাইশের সলমন আবেদি। তাতে অনুষ্ঠান দেখতে আসা ২২ জন মানুষ প্রাণ হারান। আহত হন ১১৬ জন। হামলার রাতে সলমনের গতিবিধি জানতে অ্যারিনা স্টেডিয়াম সংলগ্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছিল গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তাতেই তাকে চিহ্নিত করা গিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত সেই ছবিতে, চোখে চশমা, মাথায় কালো টুপি, পরনে জিনস, কালো জ্যাকেট এবং পিঠে ব্যাগ নিয়ে, আর পাঁচজনের মতোই স্টেডিয়ামে ঢুকতে দেখা গিয়েছে তাকে। স্টেডিয়ামে প্রবেশের আগে, সে সিটি সেন্টারের একটি ফ্ল্যাটে ঢুকেছিল বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। বলা হয়েছে, ‘সিটি সেন্টারের ওই ফ্ল্যাটটিতেই সম্ভবত বিস্ফোরক রাখা ছিল। কারণ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে সেখানে ঢুকতে দেখা গিয়েছে সলমনকে। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয় সে। তখন তার পরনে পিঠে ব্যাগ এবং পরনে মোটা জ্যাকেট ছিল। তার মধ্যেই বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল।’? হামলা চালাতে ১৮ মে ম্যানচেস্টারে পা রেখেছিল সলমন। উত্তর আফ্রিকার কোনো দেশ থেকে সে ব্রিটেনের উদ্দেশে রওনা দিয়েছিল বলে জানিয়েছে তার এক আত্মীয়। ইস্তানবুল এবং ডাসেলডর্ফ বিমানবন্দর হয়ে সে ব্রিটেন পৌঁছেছিল বলে নিশ্চিত করেছে তুরস্ক এবং জার্মান কর্মকর্তারাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist