ক্যারিয়ার ডেস্ক

  ২৪ জুন, ২০১৭

চালক নেবে বিআরটিসি

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ২০০ জন অপারেটর (চালক) নিয়োগ করা হবে। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই আগামী ২৯ জুনের মধ্যে আবেদন করতে হবে।

অপারেটর (চালক) পদে আবেদন করতে হলে প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স হতে হবে ২৯-০৬-২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। এ ছাড়া আবেদনকারীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে মেডিক্যাল টেস্ট, ড্রাইভিংসহ অন্যান্য টেস্টে যোগ্য বিবেচিত হতে হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে আবেদনপত্রে প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর ও অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ, স্বাক্ষরসহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, দুই কপি বৈধ ড্রাইভিং লাইসেন্সের স্পষ্ট সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়রের কাছ থেকে স্থায়ী ঠিকানার নাগরিক সনদের সত্যায়িত ফটোকপি, চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন ২১, রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০ বরাবর যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পরিচালক (প্রশাঃ ও অপাঃ), বিআরটিসি দফতরে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম, প্রার্থীর নিজ জেলার নাম এবং মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটায় আবেদন করতে তা উল্লেখ করতে হবে। আবেদনকারী প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর তাকে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর থেকে ভারী যান চালনার ওপর কমপক্ষে ১৫ দিনের প্রশিক্ষণ নিতে হবে এবং হেভি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। আর এই প্রক্রিয়ায় বিআরটিসিতে যারা চূড়ান্তভাবে নিয়োগ পাবেন, তাদের বাধ্যতামূলকভাবে বিআরটিসিতে ১০ বছর চাকরি করতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত একজন অপারেটর (চালক) গ্রেড-সি (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) ৯ হাজার ৩০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist