বিনোদন প্রতিবেদক

  ২২ মার্চ, ২০২০

কোয়ারেন্টাইনের জন্য হোমওয়ার্ক দিলেন শুভ

বিশ্বের মতো দেশেও নেমে এসেছে করোনা নামের দুর্যোগ। সরকারি ও ব্যক্তি উদ্যোগে বাসায় থাকছেন অনেকে। সেলফ কোয়ারেন্টাইনে কীভাবে সময় পার করতে পারেনÑ এমন মজার কিছু পরামর্শ দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। ফেসবুকে আরিফিন শুভর ভেরিফায়েড পেজে এক ভিডিওবার্তায় তিনি কিছু টিপসও দিলেন। বললেন, ‘অনেকে ভাবছেন, কতক্ষণ নেটফ্লিক্স, কতক্ষণ টিভি, কতক্ষণ বই পড়বেন! আর একটা কাজ করতে পারি। ব্যস্ততার কারণে আমরা বাড়ি গোছাতে পারি না। সেটাও করতে পারি। আর একটা কাজ হলো- ব্যায়াম। নিজেকে ফিট রাখা। জিম ছাড়াও বাড়িতে যতটুকু স্পেস আছে সেটার মধ্যেই করা যেতে পারে।’ এদিকে নভেল করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-ভারতের সরকারি উদ্যোগ নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্র। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি এই চলচ্চিত্র নির্মাণ করছেন শ্যাম বেনেগাল। যার কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ।

এছাড়াও এ চিত্রনায়কের অভিনীত ‘মিশন এক্সট্রিম-১’ চলচ্চিত্র মুক্তিপ্রতিক্ষীত। আগামী রোজার ঈদে এটি পর্দায় আসার কথা রয়েছে। এর যৌথ পরিচালক সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close