বিনোদন প্রতিবেদক

  ২২ জুলাই, ২০১৯

ঈদে ‘আলফা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

গেল ২৬ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় গুণী নির্মাতা নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’। মুক্তির পর থেকে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। তবে এবার ছোট পর্দার দর্শকদের কথা ভেবে আসন্ন ঈদুল আজহায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। ঈদের অনুষ্ঠানমালার পঞ্চম দিন সকাল সোয়া ১০টায় দেখানো হবে সদ্য সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবি ‘আলফা’। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির। এ ছাড়া পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও দোয়েল ম্যাশকে। আরো অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্য অভিনয়শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমা পরিচালনা ছাড়াও কাহিনি ও চিত্রনাট্য তৈরি করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close