বিনোদন প্রতিবেদক

  ২০ এপ্রিল, ২০১৯

সিঙ্গেল এখন মিউজিশিয়ান সাজ আহমেদ

২০০৭ সালের কথা। তখন তরুণ সংগীত পরিচালক সাজ আহমেদ শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয় মাফরুহা রহমান সোহানার। সেটাও কাজের মাধ্যমে। গাজী রাকায়েত পরিচালিত সরকারি অনুদানের ‘মৃত্তিকা মায়া’, খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’, চাষী নজরুল ইসলামের ‘খোকা বাবুর প্রত্যাবর্তন’ এবং মাসুদ আকন্দের ‘সেøভ কুইন’ সিনেমাগুলোর সংগীত পরিচালনা করেছেন সাজ আহমেদ। এরই মধ্যে ‘মৃত্তিকা মায়া’ সিনেমার গান লেখেন সোহানা। এরপর বন্ধুত্ব ও বিয়ে। তবে সেই বিয়ে আর টিকল না। ১২ বছর পর সম্প্রতি তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বলে জানান সাজ আহমেদ। তিনি বলেন, ‘সোহানা অনেক মেধাবী একজন নারী। তার কাজকে সব সময়ই আমি শ্রদ্ধা করেছি। কয়েক মাস ধরেই তার কথা, কাজ ও ব্যবহারে পরিবর্তন দেখার পর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি ডিভোর্স লেটার গত ১৫ এপ্রিল পাঠিয়েও দিয়েছি। আমি বর্তমানে আলাদা থাকছি। এখন আমি সিঙ্গেল। আমাদের দুজনের আলাদা থাকাটাই সমাধান এখন। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলাম।’ উল্লেখ্য, গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’-এর গান দুটির শিরোনাম মানব জনম ও কালা মাইয়াদ। লিখেছেন মাফরুহা সোহানা ও গানটিতে সহশিল্পী ছিলেন নার্গিস আক্তার পপি। সাজ আহমেদ শৈশব থেকেই গানের সঙ্গে জড়িত। তিনি লন্ডন ইউনিভার্সিটিতে পড়াকালীন দওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে তালিম নিয়েছেন। গানের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের জিঙ্গেলও করেছেন তিনি। বর্তমানে মিউজিকের বাইরে বেশ কিছু ব্যবসা পরিচালনা করছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close