বিনোদন ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

বড় পর্দায় ‘বিটলস’

বিশ্ব সংগীতের এক আলোচিত অধ্যায়ের রচয়িতা ‘বিটলস’। ষাটের দশকে ‘লর্ড অব দ্য রিং’ সিনেমার স্বত্ব কিনে নিতে চেয়েছিল জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ডদল ‘দ্য বিটলস’। জন লেনন গোলম এবং পল ম্যাকার্টনি অভিনয় করতে চেয়েছিলেন ফ্রডোর চরিত্রে। আর ছবিটি পরিচালনা করার জন্য প্রস্তাব পেয়েছিলেন স্ট্যানলি কুব্রিক। কিন্তু বিটলসদের সেসময় ফিরিয়ে দেন বইটির লেখক জে আর আর টোলকিন। ২০০১ সালে ‘লর্ড অব দ্য রিংস’ উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করেন পিটার জ্যাকসন। ছবিটির জন্য তিনটি অস্কার পুরস্কারও জেতেন তিনি। সেসঙ্গে সারা দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে তার নাম। নিয়তির দারুণ চক্রে এখন বিটলসদের নিয়ে সিনেমা বানাচ্ছেন সেই পিটার জ্যাকসনই। বিটলসদের শেষ অ্যালবামের নাম ‘লেট ইট বি’। এ অ্যালবামের রেকর্ডিংয়ের সময়ের গল্প নিয়েই ছবিটি নির্মাণ করবেন পিটার। এজন্য ১৯৬৯ সালে ধারণ করা ৫৫ ঘণ্টার ফুটেজও সংগ্রহ করেছেন ‘হবিট’ নির্মাতা। এক বিবৃতিতে পিটার বলেছেন, ‘এটা সীমানা ছাড়িয়ে ওড়ার মতো অভিজ্ঞতা হবে; যার জন্য বিটলসের ভক্তরা দীর্ঘ সময় ধরে স্বপ্ন দেখেছেন।’ প্রসঙ্গত, ‘লেট ইট বি’ অ্যালবামের পরই ১৯৭০ সালে ভেঙে যায় ব্যান্ডদল ‘বিটলস’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close