বিনোদন প্রতিবেদক

  ১৯ জুন, ২০১৮

চলচ্চিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন প্রসূন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। এবার ঈদে প্রায় ডজনখানেক নাটকে অভিনয় করেছেন তিনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘কংকাবতির আংটি’, ‘সেভেনডেস নেপাল’, ‘খুঁজে ফিরি আপনায়’, ‘ওয়াও নেপাল’, ‘লাফিং বুদ্ধ’, ‘নেপাল স্ট্রেঞ্জার’, ‘তগদির’ ও ‘ব্ল্যাকমেইল’। এসব নাটক প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, এবার ঈদের নাটকে বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করেছি, যা দেখে দর্শকরা সত্যিই মুগ্ধ হবেন।’

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এবার ঈদে তার অভিনীত বিভিন্ন নাটকের গল্প প্রসঙ্গে প্রসূন বলেন, কয়েকটি নাটকের গল্পের প্রয়োজনে আমাকে দেশের বাইরে কাজ করতে হয়েছে। এ ছাড়া একটি নাটকে পাহাড়ি মেয়ের চরিত্রেও অভিনয় করেছি। আমার অভিনীত নাটকগুলো থেকে বলতে পারি অনেকেই হয়তো ভিন্ন কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছেন। বাকিটা ঈদের নাটকগুলো প্রচারের পর জানা যাবে আসলেই কেমন গল্পের নাটক বেশি নির্মাণ হয়েছে।

তবে ঈদের পরই আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানান প্রসূন আজাদ। তার হাতে কয়েকটি ধারাবাহিকের কাজ রয়েছে। ধারাবাহিকগুলো হলো রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’, প্রিতমের ‘সেমি করপোরেট’। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন প্রসূন। তবে এখন শুধু ‘ভোলা’ শীর্ষক একটি মাত্র চলচ্চিত্র তার হাতে আছে। এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় অভিনেতা বাপ্পির সঙ্গে। শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে প্রসূনের চলচ্চিত্রে অভিষেক হয়। পরে এই অভিনেত্রীর ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ শীর্ষক দুটি ছবি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন চলচ্চিত্রের জন্য পুরোপুরি প্রস্তুত নই। সে কারণে নিজে থেকে এটির জন্য কোনো পরিকল্পনা করছি না। তবে আমি অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি চলচ্চিত্রে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist