বিনোদন প্রতিবেদক

  ২৪ মে, ২০১৮

ঈদে ব্যতিক্রমী আয়োজনে ‘ইত্যাদি’

দেশের জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। উপস্থাপক হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এটি প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। প্রতি ঈদে থাকে ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে ‘ইত্যাদি’র এবারের পর্বটি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। নাচ, গান, নাট্যাংশ ও প্রতিবেদনসহ যেখানে রয়েছে বর্ণাঢ্য সব আয়োজন।

পুরনো দিনের দুটি জনপ্রিয় গানের সঙ্গে সে সময়কার কথা এবং তার বর্তমান রূপ কেমন, তা তুলে ধরা হয়েছে নৃত্য-গীত-ছন্দ ও সুরে। নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি তুলে ধরা হয়েছে সুরে সুরে। নাচে-গানে এই পর্বটিতে প্রাণবন্ত অভিনয় করেছেন চার তারকা ফেরদৌস, অপূর্ব, মম ও মোনালিসা। তাদের সঙ্গে দলীয় নৃত্যে অংশ নেবেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। এ ছাড়া রয়েছে বর্ণাঢ্য আরো বেশ কিছু আয়োজন।

ব্যতিক্রমী এ আয়োজনে চার তারকার আন্তরিকতা ও সহযোগিতায় মুগ্ধ হয়েছেন ‘ইত্যাদি’র রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত। তিনি বলেন, ‘পরিকল্পনাজনিত কারণে আগে থেকে শিডিউল নেওয়া না থাকলেও ইত্যাদির জন্য যখন যাকে প্রয়োজন হয়, যোগাযোগ করলে সবাই আন্তরিকতার সঙ্গে সাড়া দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ কারণে অনুষ্ঠানের প্রতিটি শিল্পীর প্রতি আমি কৃতজ্ঞ।’

১৯৯০-এর দশকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি ২৮ বছর ধরে বিটিভিতে প্রচারিত হচ্ছে। বহু আগেই এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। ইত্যাদির আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রƒপ ও রসময় করে উপস্থাপন করা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist