বিদেশ ডেস্ক

  ২১ অক্টোবর, ২০১৬

সিঙ্গুরে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু

দশ বছর আগে সিঙ্গুরের গোপালনগর থেকে শুরু হয়েছিল শিল্পের জন্য জমি অধিগ্রহণ। দশ বছর পর, গত আগস্টের শেষ দিকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ওই অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে জমি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।তারই ধারাবাহিকতায় আজ থেকে থেকে কৃষকদের মাঝে জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশমতো টাটাদের ন্যানো কারখানার জন্য অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দিতে গত মাসের শুরু থেকেই উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই সঙ্গে চলছে সেই জমিকে চাষযোগ্য করে তোলার কাজও। গোপালনগর মৌজার ওই চাষজমিই ফিরিয়ে দিতে আজ, বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা সিঙ্গুরে আসছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ১৫ জন মন্ত্রী থাকবেন। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের পরে মমতা সরাসরি কৃষকদের সঙ্গে মাঠে নেমে পড়বেন।

ইচ্ছুক-অনিচ্ছুক মিলিয়ে গোপালনগরের মধ্যপাড়া ও ঘোষপাড়ার ২১ জন চাষিকে তিনি প্রতীকী ভাবে জমির ‘ফিজিক্যাল পজিশন’ দেবেন। আড়াই হাজার চাষিকে মোট ১০০ একর জমি বিলি করা হবে।

উল্লেখ্য,২০০৬ সালে টাটা গোষ্ঠীর গাড়ি কারখানা গড়তে সিঙ্গুরে প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। পরে বর্তমান মুখ্যমন্ত্রী মমতার নেত্রীতে সে সময় জমি অধিগ্রহণের বৃদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনের আশ্রয় নেয়া হয়। সূত্র-আনন্দবাজার

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist