টাঙ্গাইল প্রতিনিধি

  ২৪ জুলাই, ২০১৭

বিএনপির সভায় সংঘর্ষ সাংবাদিকসহ আহত ২০

টাঙ্গাইলে জেলা বিএনপির সদস্য সংগ্রহ সভায় সংঘর্ষে সাংবাদিক এবং পুলিশসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার শহরের কাজী নজরুল ইসলাম সরণিতে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে। তবে বিএনপি নেতাদের দাবি অন্য রকম। তারা বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের সদস্য সংগ্রহ অভিযান ভ-ুল করতে এই হামলা চালিয়েছে, পুলিশ করেছে লাঠিচার্জ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রোববার প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছিল। এ সময় পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর ঢিল ছুড়তে থাকে। পুলিশও সমাবেশস্থলে এসে লাঠিচার্জ করে। এতে অন্তত ৩০-৪০ জন নেতা-কর্মী আহত হন। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ওবায়দুল হক নাসির এবং সাঈদ সোহরাবসহ অন্যরা সমাবেশস্থলে আসতে চাইলে পুলিশ তাদের গাড়িবহরকে ফিরিয়ে দেয়।’

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া জানান, জেলা বিএনপির একটি অংশের নেতা-কর্মীরা টাঙ্গাইল প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে দলীয় সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছিলেন। ওই সময় বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে এসে কাজী নজরুল ইসলাম সরণিতে অবস্থান নিয়ে ঢিল ছুড়তে থাকে। এতে প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারের কাচের দরজা ও জানালা এবং নিচতলার বিভিন্ন দোকানের কাচের জানালা ভেঙে যায়। এর ২০০ গজ দূরে আরো একটি গ্রুপ রাস্তা দখল করে পিকেটিং করতে থাকে। পরে র‌্যাব এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হামলার ঘটনায় পুলিশ এবং সাংবাদিকসহ ১৫-২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দা এবং ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist