আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুন, ২০১৭

প্রধানমন্ত্রীর স্ত্রীকে গুলি করে হত্যা!

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ লেসোথোর নবনির্বাচিত প্রধানমন্ত্রী থমাস থাবানের (৭৮) স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে থাবানের শপথ নেওয়ার কথা।

পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, নবনির্বাচিত প্রধানমন্ত্রী থাবানের স্ত্রী লিপোলেলো থাবানে গত বুধবার তার এক বান্ধবীসহ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অজ্ঞাত হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিপোলেলো নিহত হন। গুলিবিদ্ধ হন তার বান্ধবী। পুলিশ বলছে, হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার কারণও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

৫৮ বছর বয়সী লিপোলেলো ২০১২ সাল থেকেই স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন। এর মধ্যে তারা বিবাহ বিচ্ছেদেরও আবেদন করেছেন। তবে এখনো সেই আবেদনের নিষ্পত্তি হয়নি। এদিকে, তিনি আদালতে আইনি লড়াই করে থাবানের ছোট স্ত্রীকে হারিয়ে হবু ফার্স্ট লেডির মর্যাদা পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। থাবানের দল অল বাসোথো কনভেনশন পার্টির মহাসচিব সামোনিনে এনটিসেকেলে বলেন, এ খবরে থাবানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে থাবানে জয়ী হন। রাজনৈতিক অস্থিতিশীল দেশটিতে গত তিন বছরের মধ্যে এটা ছিল তৃতীয় নির্বাচন। প্রায় ৩০ হাজার বর্গ কিলোমিটার আয়তন ও ২০ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ লেসোথোর চারদিকে ঘিরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist