নিজস্ব প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০১৯

ধৈর্য ধরুন, পরিবহন মাফিয়ারা ঠাণ্ডা হবেন : নাসিম

জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, একটু ধৈর্য ধরুন; দেখবেন, পরিবহনের সব মাফিয়াচক্র ঠান্ডা হয়ে যাবে। তিনি বলেন, এর সঙ্গে শুধু আওয়ামী লীগ, বিএনপি কিংবা বাম দলগুলোই নয় পরিবহন সেক্টরের চাঁদাবাজির সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জড়িত।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জেলহত্যা দিবস উপলক্ষে ও শেখ রাসেলের জন্মদিনকে ‘শিশু রক্ষা’ দিবস হিসেবে পালনের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, পরিবহন সেক্টরের নেতারা সবাই রাজনীতি করেন; কিন্তু তারা চাঁদার ব্যাপারে সবাই একমত। ওখানে কমিউনিস্ট নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার কোনো পার্থক্য নেই, বিএনপি নেতার সঙ্গে জামায়াত নেতার কোনো পার্থক্য নেই। এমনকি এই চাঁদাবাজির সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জড়িত আছেন। এই পরিবহন সেক্টরের চাঁদার সমস্যা সমাধান করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে।

পরিবহন ধর্মঘট ডাকার বিষয়ে মালিক শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে, শেখ হাসিনা জনগণের রাজনীতি করেন। আপনারা আলোচনায় বসতে পারতেন। আপনারা টেবিলে না বসে আগে ধর্মঘট ডেকে দিলেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এটা ঠিক করেননি।

শেখ রাসেলের জন্মদিনকে ‘জাতীয় শিশু রক্ষা দিবস’ হিসেবে পালন করা যায় কিনা এ ব্যাপারে সংসদে আলোচনা করবেন বলেও এ সময় জানান নাসিম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদের খান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনী হামিদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close