পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১৯ নভেম্বর, ২০১৯

ড্রাগ ওভারডোজ

নার্সিংহোমে অভিনেত্রী নুসরাত

পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য তথা অভিনেত্রী নুসরাত জাহান আগের চেয়ে এখন অনেকটা ভালো, তাকে কলকাতার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আপাতত কয়েক দিন বিশ্রামেই থাকতে হবে এই অভিনেত্রীকে। গতকাল সোমবার সকালে জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য। জানা গেছে, গত রোববার রাত ৯.৩০টায় নাগাদ আচমকাই প্রচ- শ্বাসকষ্ট হতে শুরু করে নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউ’তে তাকে ভর্তি করা হয়। গত রোববারই ছিল নুসরাতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। হাবিকে জন্মদিনের উপহার দিতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের বেশ কয়েকটি রোমান্টিক ছবিও পোস্ট করেন তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। নিখিলের জন্মদিনের পার্টির পরই নুসরাত অসুস্থ হয়ে পড়েন।

এর আগে, গত রোববার রাত সাড়ে ৯টায় নাগাদ বাইপাস লাগোয়া একটি হাসপাতালে নুসরাতকে ভর্তি করা হয়। জানা গেছে, একসঙ্গে অনেক ওষুধ খেয়ে ফেলার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালের তরফে নিয়ম মেনে ফুলবাগান থানায় তার ড্রাগ ওভারডোজ নিয়ে রিপোর্টও করা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই পরিবারের তরফ থেকে ঘুমের ওষুধ খেয়ে অভিনেত্রীর অসুস্থতার কথা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। নুসরাতের স্বামী নিখিলও সকালে জানান, ক্রনিক হাপানি রয়েছে নুসরাতের। বাড়াবাড়ি হওয়াতেই গত রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পাশাপাশি নিখিল এ-ও জানিয়েছিলেন, আগের চেয়ে নুসরাতের অবস্থা অনেক ভালো। এবার একই সুর শোনা গেল নুসরাতের গলাতেও। অনুরাগীদের চিন্তা করতে বারণ করে নুসরাত নিজেই জানিয়ে দিয়েছেন, আগামী সোমবার বিকালেই বাড়ি যাওয়া নির্ধারিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close