পঞ্চগড় প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

ট্রেন যোগাযোগ আরো গতিশীল করার কাজ চলছে

রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সারা দেশে ট্রেন যোগাযোগ ব্যবস্থা আরো গতিশীল করার কাজ চলছে। তিনি বলেন, ট্রেন যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে আরামদায়ক ও সহজতর যোগাযোগ মাধ্যম। উন্নত বিশ্বের মতো ট্রেনকে এগিয়ে নিতে আমরা বড় পরিকল্পনা গ্রহণ করেছি। ২০৪৫ সাল পর্যন্ত ট্রেনকে নিয়ে পরিকল্পনা রাখা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাজী নিয়োগের সাক্ষাৎকার গ্রহণের আগে এক মতবিনিময় সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চিশতী, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরজ্জামান ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান

চৌধুরী জর্জসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মো. নূরুল ইসলাম সুজন জানান, নিলফামারীর চিলাহাটী রেলওয়ে থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের কাজ শুরু করেছি। যেকোনো প্রকল্প গ্রহণের সময় প্রকল্পের স্থায়িত্বের বিষয়টি আমরা মাথায় রাখছি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পঞ্চগড়ে নদী খননের কাজের উদ্বোধন হয়েছে, এতে ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা। কাজ শুরুর সময় নদী প্রটেকশন বাধ দিতে হবে, যাতে খননের পর নদী পাড়ের বালু নদীতে পড়ে ভরাট না হয়। পঞ্চগড়ের দেবীগঞ্জে কর্মসংস্থান ব্যাংক চালুর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close