জাবি প্রতিনিধি

  ২২ আগস্ট, ২০১৯

বিএনপির ৪ নেতার ফাঁসি দাবি জাবি ছাত্রলীগের

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও জড়িতদের ফাঁসির দাবিতে ‘প্রতীকী ফাঁসি’র কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মহুয়া তলায়’ এই প্রতীকী কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং হারিস চৌধুরীকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়।

এ সময় জুয়েল রানা বলেন, ‘২০০৪ সালের এই একুশে আগস্টে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে দেশকে অন্ধকারে পতিত করার প্রচেষ্টা করা হয়। কিন্তু তারা তাকে হত্যা করতে পারেনি। সেদিন রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ। ২১ আগস্টের ভয়াল এই হামলার সঙ্গে তখনকার বিএনপি-জামাতজোট সরকার জড়িত ছিল। এই হামলায় জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।’ এর আগে দুপুর ১২টার দিকে পরিবহন চত্বর থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়ে প্রতীকী ফাঁসির মঞ্চের সামনে এসে শেষ হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close