নিজস্ব প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০১৯

ডেঙ্গু রোগীদের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

ঢাকার বাইরের ডেঙ্গু রোগীদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহায়তায় গত সোমবার দেশের ১৩টি মেডিকেল কলেজ এবং জেলা ও সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার বিশেষজ্ঞচিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের সাহায্যে বাকি ৫১টি জেলার সব পর্যায়ের চিকিৎসকদের ডেঙ্গু ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হবে। ডেঙ্গু রোগের ব্যবস্থাপনার জাতীয় গাইডলাইনসমূহ সব জেলায় পাঠানো হয়েছে ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটেও সংরক্ষণ করা আছে।

গত সোমবার ডেঙ্গু রোগের প্রতিরোধ ও প্রতিকারে নিজ বাসভবন ও কর্মস্থলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও বর্জ্য অপসারণ বিষয়ে সাধারণ জনগণকে সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে সচেতন করার লক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কীটতত্ত্ববিদ ওই অনুষ্ঠানে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে তথ্যভিত্তিক কারিগরি বিষয়াদি উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close