নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুলাই, ২০১৯

প্রকৌশলীদের প্রতি গণপূর্তমন্ত্রী

অনিয়মের কাছে মাথা নত করবেন না

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের বিশেষায়িত পদ এবং শিক্ষা যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়; সে বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে। প্রভাব খাটিয়ে টেন্ডার নিয়ে নেবে, ঠিকাদারি কাজ শেষ না করেই বিল পরিশোধের চাপ দেবে, এসব অন্যায় মেনে নেবেন না। সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনাদের সঙ্গে থাকব, কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত করবেন না।’

গতকাল বৃহস্পতিবার গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদফতরের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলীদের উদ্দেশে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘কোনো কোনো জেলায় আমাদের প্রকৌশলীরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির প্রভাবে অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পড়েন। যত দিন আমি গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আছি, আমাদের একজন কর্মকর্তাকে রাজনৈতিক বা অন্য কোনো ক্ষমতা দেখিয়ে প্রভাবান্বিত বা হয়রানি করতে চাইলে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে দাঁড়াব। টেন্ডার এবং অন্যান্য কর্মকান্ডে কাজ শেষ না করে দ্রুত বিল দিতে হবে, জোরপূর্বক তার লোককে টেন্ডার দিতে বাধ্য করা হবেÑ এই প্রবণতা কোনোভাবেই আমি তা অনুমোদন করব না।’

তিনি আরো বলেন, ‘গণপূর্ত অধিদফতরের অধিকাংশ কর্মকর্তাই সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর ভেতরে কিছু ব্যত্যয়ও ঘটেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঘটনা আমাদের ইমেজকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। আমি সবখানেই বলি রূপপুর প্রকল্পের একটি ঘটনা দিয়ে গোটা অধিদফতর ও মন্ত্রণালয়কে প্রশ্নবিদ্ধ করা যাবে না।’

মন্ত্রী বলেন, ‘এ দেশটা ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া। এ দেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন। বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য আমাদের জাতির জনক পাকিস্তানের সঙ্গে সমঝোতা করেননি। আমরাও অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আপস করব না।’

বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘মেধা, মনন ও জ্ঞান দেশের কাজে লাগাতে হবে। আবাসন খাতে সবচেয়ে বড় কাজ আপনারা করেন। তাই সব ক্ষেত্রে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণপূর্ত অধিদফতরের বিভিন্ন পর্যায়ে কর্মরত নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী গণপূর্ত অধিদফতরের এ বার্ষিক সম্মেলন হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close