উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আশিয়ানভুক্ত দেশগুলো খুবই উদ্বেগে আছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। এই প্রত্যাবাসন হতে হবে অবশ্যই নিরাপদ এবং স্বেচ্ছামূলক। রাখাইনে তাদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিতে হবে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং, বালুখালী, জামতলীসহ বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন আবদুল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আশিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে গণহত্যা, জাতিগত নিধনসহ রোহিঙ্গা মুসলমানরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। এই কারণে ১১ লাখেরও অধিক রোহিঙ্গা সীমান্ত পার হয়ে কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছে। রাখাইনেও দেড় লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে নিজ দেশেই ক্যাম্প জীবন-যাপন করছেন।

রোববার সকাল ১০টায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন টিএন্ডটি এলাকায় অবস্থিত মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালের বিভিন্ন সেবাকক্ষ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে এবং হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উখিয়ার বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্য মালয়েশিয়া হাসপাতালে নিয়োজিত ডাক্তারদের পরামর্শ দেন। তিনি বলেন, নির্যাতিন নিপীড়িত রোহিঙ্গাদের সব সময় পাশে থাকবে মালয়েশিয়া সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close