নিজস্ব প্রতিবেদক

  ২০ মে, ২০১৯

সেবার মান বাড়াতে আসছে সমন্বিত বাস

গণপরিবহনে শৃঙ্খলা আনতে সমন্বিত বাসসেবা চালু হতে যাচ্ছে শিগগিরই। অচিরেই ঢাকাবাসী প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগের বাস্তবায়ন দেখবেন বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এতে করে বাসে বাসে প্রতিযোগিতা আর রেষারেষি কমবে, বাড়বে যাত্রীসেবার মান। তবে রাস্তায় বাস না নামা পর্যন্ত এমন আশ্বাসে ভরসা পাচ্ছে না নগরবাসী।

সময় মেনে একের পর এক আসছে বাস। যাত্রীরাও সুশৃঙ্খলভাবে টিকিট কেটে লাইন ধরে বাসে উঠছে। যাত্রী ধরতে বাসগুলোর মধ্যে যেমন নেই প্রাণঘাতী প্রতিযোগিতা; তেমনি যাত্রীরাও মানছে নিয়ম। খোদ রাজধানীর গুলশানের ঢাকার চাকা, হাতিরঝিল বা শংকরের চক্রাকার বাস এমন শৃঙ্খলার ইতিবাচক নজির।

যাত্রীরা বলেন, ধানমন্ডির চক্রাকার বাস ভালো সার্ভিস দিচ্ছে। আমরা চাই পুরো ঢাকা শহরে এমন সার্ভিস চালু হোক। একই শহরের অন্য রাস্তায় গণপরিবহনের বেপরোয়া চলাচল কারো অচেনা নয়। এরই পরিপ্রেক্ষিতে সড়কে শৃঙ্খলা আনতে প্রয়াত মেয়র আনিসুল হক যে উদ্যোগ নিয়েছিলেন গত ৮ মাস হলো তার হাল ধরেছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। সংশ্লিষ্ট মহলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের কমিটি গত ৮ মাসে ৮টি বৈঠক করেছে। চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ আজ নবম বৈঠকে সমন্বিত বাসসেবা কবে চালু হচ্ছে; সে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

সাঈদ খোকন বলেন, সবাই রাজি থাকলে রুট ও বাস রেশনিংয়ের মাধ্যমে ৬টি কোম্পানির আওতায় দ্রুত সময়ের মধ্যে শুরু করতে পারব। বর্তমানে এয়ারপোর্ট রোডে ৫০টি রুটে ৪০টি কোম্পানির দুই হাজার বাস চলে।

সিদ্ধান্ত মোতাবেক এই সড়কেই চারটি রুটে নামানো হবে একটি কোম্পানির বাস। এভাবে পুরো রাজধানীতে ৬টি কোম্পানির বাস চলবে ২২ রুটে।

পরিবহন বিশেষজ্ঞ সালেহ উদ্দিন বলেন, পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ আনতে চাইলে এ ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন জরুরি। রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে ঝুলে থাকা রাজীবের হাত কিংবা ওভারটেকের খেলায় বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সমন্বিত বাসসেবার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close