নিজস্ব প্রতিবেদক

  ১৩ মে, ২০১৯

সুইডেন সফরে বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চার দিনের সফরে সুইডেন গেলেন। গতকাল রোববার সুইডেনের উদ্দেশে তিনি ঢাকা ছেড়েছেন। সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত দি ইন্টারন্যাশনাল ফোরাম ফর মিলিটারি সিমুলেশন, ট্রেইনিং অ্যান্ড এডুকেশান কমিউনিটিতে (আইটিইসি) অংশ নেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্য জানান।

আইটিইসি একটি বার্ষিক ফোরাম। যেখানে সামরিক, শিক্ষা ও একাডেমিয়া প্রতিনিধি আন্তর্জাতিক প্রশিক্ষণ, শিক্ষা ও সিমুলেশন

সেক্টর সম্পর্কিত জ্ঞান শেয়ার করেন। ফোরামে নবপ্রবর্তিত বস্তু উপস্থাপনসহ ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ ও সিমুলেশনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

এ ছাড়া, সুইডেনে অবস্থানের সময় বিমানবাহিনী প্রধান সুইডিস আর্মড ফোর্সেস-আই সুইডিস এয়ার ফোর্সের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমানবাহিনী প্রধানের সুইডেন সফর দুদেশের বিমানবাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close