আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

প্রথম কলাম

লন্ডনে ধনকুবের স্কুলছাত্র

লন্ডনের বাসিন্দা ও কুইন এলিজাবেথ হাইস্কুলের ছাত্র ভারতীয় বংশোদ্ভূত ১৯ বছরের অক্ষয় রুপারেলিয়া এখন ব্রিটেনের কনিষ্ঠতম কোটিপতি। স্কুলে পড়াশোনার ফাঁকেই নিজের অনলাইন ব্যবসা সামলেছেন তিনি।

স্কুলের অন্য পাঁচ শিক্ষার্থী যখন লাঞ্চ ব্রেকে ফুটবল বা বাস্কেট বল খেলতে ব্যস্ত থাকে তখন নিজের মোবাইল ফোনে ব্যবসা চালান এই খুদে এই ধনকুবের। গ্রাহকদের সঙ্গে তখন চলে তার দরকষাকষি।

খুব অল্প বয়স থেকেই নিজের অনলাইন এস্টেট এজেন্সির ব্যবসা চালাচ্ছেন অক্ষয়। আত্মীয়দের কাছ থেকে ৭ হাজার পাউন্ড ধার নিয়ে অক্ষয় শুরু করেছিলেন ব্যবসা। স্কুলে ক্লাস চলাকালে গ্রাহকদের ফোন ধরতে পারেন না তিনি। এজন্য একটি কল সেন্টার ভাড়া করে রেখেছেন ওই সময় যাবতীয় কল রিসিভ করার জন্য। কোন কোন গ্রাহকের ফোন এসেছিল তা জেনে নিয়ে ক্লাস শেষে তাদের ফোন করেন। এভাবেই তিনি সামলান একের পর এক বিজনেস ডিল। অনলাইনে বাড়ি বিক্রি করে এখন ব্রিটেনের কনিষ্ঠতম কোটিপতিদের অন্যতম। অন্য এজেন্টরা যে কাজের জন্য হাজার পাউন্ড চার্জ করেন ওই কাজই মাত্র ৯৯ পাউন্ডের বিনিময়ে করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে তার কোম্পানি। ব্যবসা শুরুর মাত্র ১৬ মাসের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় অ্যাসেট এজেন্সিগুলোর মধ্যে মাত্র ১৮ নম্বরে চলে এসেছে তার প্রতিষ্ঠান ডোরস্টেপস। ব্যবসা শুরুর কয়েক মাসের মধ্যেই ডোরস্টেপসের শেয়ার কিনতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। মাত্র এক বছরে অক্ষয়ের অনলাইনে জমি-বাড়ি বেচাকেনায় সংস্থার মূল্য দাঁড়িয়েছে ১২ মিলিয়ন পাউন্ড বা ১০৩ কোটি ২৩ লাখ টাকা। সূত্র : দ্য মিরর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close