ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০১৯

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তের ভারতীয় ভূখন্ডে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

নিহত গরু চোরাকারবারি জাহাঙ্গীর আলম রাজু (২১) রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে। এলাকাবাসীর বরাতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, শুক্রবার ভোরে গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাজুসহ একদল গরু চোরাকারবারি ধর্মগড় সীমান্তের ৩৭২/২ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের ভূখ-ে প্রবেশ করে।

এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ১৭১ ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিতে গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাজু নিহত হন এবং তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যান। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির পরিচালক লে কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close