নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৯

রাঙ্গা বললেন

সাংবাদিকদের স্বার্থরক্ষায় ভূমিকা রাখবে জাপা

একাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে ‘কার্যকর’ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেওয়া জাতীয় পার্টি সাংবাদিকদের স্বার্থরক্ষায়ও কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। গতকাল বুধবার পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণে এসে তিনি বলেন, গণমানুষের কথা বলতে এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দশম জাতীয় সংসদের শেষভাগে এসে আওয়ামী লীগ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। যে আইনের ৩২ ধারায় সরকারি গোপনীয় তথ্য-উপাত্ত ডিজিটাল উপায়ে ধারণ, স্থানান্তর বা সংরক্ষণ করা এবং তাতে সহায়তাকে গুপ্তচরবৃত্তির অপরাধ হিসেবে গণ্য করে ১৪ বছরের কারাদন্ড বা ২৫ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে। এ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করবে বলে আসছিলেন গণমাধ্যম কর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও তাতে সায় দিয়েছিলেন এক সভায়।

রাঙ্গা বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায়ই থাকবে। দেশের মানুষের প্রতিদিনের সমস্যার কথা জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন। ‘শক্ত বিরোধী’ দলের ভূমিকা রেখে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষের ‘আস্থা অর্জন’ করবে বলেও প্রতিশ্রুতি দেন মশিউর রহমান রাঙ্গা। ফরম বিতরণে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মো. মোহিবুল্লাহ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close