গোপালগঞ্জ প্রতিনিধি

  ০৫ জানুয়ারি, ২০১৯

গোপালগঞ্জে ১৩ দিন ধরে নিখোঁজ এনজিও কর্মকর্তা

গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার এক কর্মকর্তা ১৩ দিন ধরে নিখোঁজ। তার নাম রাইচরণ বিশ্বাস (৪০), তিনি টুঙ্গিপাড়া উপজেলার ভৈরব নগর গ্রামের বিশ্বনাথ বিশ্বাসের ছেলে। মুকসুদপুর উপজেলা সদরের বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সিনিয়র লোন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় মুকসুদপুর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ ডিসেম্বর সকালে অফিস থেকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন এলাকায় যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার দিনই আশার মুকসুদপুর ব্র্যাঞ্চ ম্যানেজার মো. বাবুল আক্তার মুকসুদপুর থানায় জিডি করেন বলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান। বাবুল বলেন, সেদিন অফিসে আসার পর সাপ্তাহিক কিস্তির টাকা তুলতে সকাল ৮টার দিকে বের হয়ে যান রাইচরণ। বেলা ২টার মধ্যে অফিসে ফিরে না আসায় তার মোবাইলে ফোন করে

বন্ধ পাই। এরপর অফিসের অন্যান্য লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাইচরণের কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি তার মা ও স্ত্রী মমতা হালদারকে মোবাইল ফোনে জানানো হয়।

তিনি আরো বলেন, ‘গত বছরের মে মাস থেকে রাইচরণ মুকসুদপুর ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন। তার বিরদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই। কী কারণে তিনি নিখোঁজ হলেন, তা বুঝতে পারছি না।’

রাইচরণের শাশুড়ি শেফালি সরকার বলেন, ‘খবর পেয়ে ওইদিন রাতে আমি মুকসুদপুরে আসি। তারপর থেকে রাইচরণকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাইনি। আমার জামাইয়ের কোনো শত্রু নাই। সে অত্যন্ত বিনয়ী ও সৎ হিসেবে পরিচিত।’

ওসি মোস্তফা বলেন, থানায় জিডির পর রাইচরণের অফিস ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে তার নিখোঁজ হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close