ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৮

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গত মঙ্গলবার রাতে ভারতে প্রবেশের দায়ে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। আটক বাংলাদেশি হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কাসেম আলীর ছেলে আলমগীর (২৩)।

বিজিবি জানায়, ভারতে আটক আলমগীর একজন মাদক ব্যবসায়ী। সে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার খালিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৫-এর ৫ এসের পাশ দিয়ে ভারতীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে মাদক আনতে যায়। জানতে পেরে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ৩৮ বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই বাড়ি তল্লাশি করে তিন ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি মাদক ব্যবসায়ীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। আটক ভারতীয় তিন নাগরিক হলোÑ কোচবিহার জেলার দিনহাটা থানার বসকোঠাল গ্রামের দেলোয়ার হোসেন, বাবু মিয়া ও দয়াল মিয়া। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close