মানিকগঞ্জ প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

দৌলতদিয়া-পাটুরিয়ায়

৬ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায়

মাওয়া ফেরিঘাট বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ কমছে না। কয়েকদিন ধরেই যানবাহনের দীর্ঘ দেখা যাচ্ছে সেখানে, সেই সঙ্গে চলছে যাত্রীদের ভোগান্তি। এদিকে পদ্মায় পানি কমে যাওয়ায় নাব্য সংকট শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নাব্য সংকট শুরু হয়েছে। ফেরি চলাচলের চ্যানেল স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। যে কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ৬০ থেকে ৭০টি যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। ফেরির তুলনায় যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close