আদালত প্রতিবেদক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

নাশকতার মামলায় খন্দকার মাহবুবসহ ৬ জনের জামিন

পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ১১ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপিপন্থী ছয় আইনজীবীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ। জামিন পাওয়া বাকি পাঁচ আইনজীবী হলেন আবদুর রেজাক খান, আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া এবং তৈমুর আলম খন্দকার।

জামিন আবেদনের পক্ষে খন্দকার মাহবুব ও নিতাই রায় চৌধুরী নিজেরাই শুনানি করেন। তাদের সহায়তা করেন মওদুদ আহমদ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভিন্ন কর্মসূচির সময় পুলিশের কাজে বাধা, হামলা, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে চলতি মাসের বিভিন্ন সময়ে পল্টন, মিরপুর, খিলগাঁও, মতিঝিল, রূপগঞ্জ, ফতুল্লা থানায় পুলিশ এসব মামলা করে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবের সঙ্গে আবদুর রেজাক খান ছাড়াও বিএনপির ৫৯ নেতাকর্মীকে এই মামলায় আসামি করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close