চট্টগ্রাম ব্যুরো

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রামে বনকর্মী হত্যা মামলা গ্রেফতার ১০

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকায় বনকর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিট কর্মকর্তা আতিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার ১০ আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তারা হলেন- মো. ইয়াছিন (২১), দেলোয়ার হোসেন (২৮), হাসান নিজামী (১৮), বিবি রহিমা (৪০), বিবি মরিয়ম (৪০), প্রিয়াংকা আক্তার (১৫), রোকেয়া বেগম (৫৫), নার্গিস আক্তার (১৮), ঝর্ণা আক্তার (১৭) ও মনোয়ারা আক্তার (১৫)। ভুজপুর থানার ওসি বায়েছ আলম বলেন, মামলার প্রধান আসামি করা হয়েছে নজরুল ইসলাম নামের একজনকে, তিনি বন বিভাগের হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের রহমতপুরে অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন এবং তার নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। ইতোমধ্যে এজাহারভুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত বুধবার দুপুরে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদের কাজে গিয়ে দখলদারদের হামলায় আবদুস সালাম (৫০) নামের এক বনকর্মী নিহত হন। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close