নরসিংদী প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের

নরসিংদীতে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেনÑ ঠিকাদার সিরাজ (৩৫), শ্রমিক রমিজ (১৭) ও রাকিব (২২)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বিলাসদি ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, শহরের বিলাসদি ব্যাংক কলোনি এলাকায় নতুন একটি বাড়ি নির্মাণের কাজ চলছিল। গত কয়েক দিন আগে সেপটিক ট্যাংকে ছাদের ঢালাই দেওয়া হয়। দুপুরে ট্যাংকের ভেতরে কাঠ ও বাঁশ খুলার জন্য রমিজ নামে এক শ্রমিক ভেতরে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে রাকিব নামে আরো এক শ্রমিককে পাঠানো হয়। যাওয়ার পর তারও কোনো শব্দ নেই। সর্বশেষ বাড়ির ঠিকাদার সিরাজ সেখানে যান। তিনজনের কারোই কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে আরো এক শ্রমিক ভেতরে মাথা দিয়ে দেখতে গেলে সে অসুস্থ হয়ে যান। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যৌথভাবে ট্যাংকের ছাদ ভেঙে তিনজনকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বাড়ির মালিককে খুঁজে পাওয়া যায়নি।

নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শফিকুর ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নির্মাণাধীন বন্ধ ট্যাংকটিতে প্রচন্ড মিথেনাইল গ্যাস হয়েছিল। তাই তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার পর তাদের তিনজনকেই মৃত হিসেবে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাব ও বিশাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist