চট্টগ্রাম ব্যুরো

  ২৫ জুন, ২০১৮

ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক হাসপাতালকর্মী

ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক কর্মচারীকে ১৫ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিকেল পৌনে ৪ টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ওই কর্মচারীর নাম মিলন কান্তি রুদ্র। তিনি হাসপাতালের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত।

জানা গেছে, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে মোজাম্মেল হক নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে, তার ছোট ভাই জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জখমি মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য উচ্চমান সহকারী মিলন কান্তি রুদ্র ২৫ হাজার টাকা ঘুষ দাবি করছেন। মোজাম্মেল দাবিকৃত ঘুষের ২৫ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা না দেওয়ায় সনদ দিচ্ছিলেন না। এ বিষয়ে অভিযোগ পেয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দনকে প্রধান করে ৮ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিম রোববার দুপুর থেকে হাসপাতাল এলাকায় ওতপেতে থাকে। বিকেল পৌনে ৪টার দিকে মোজাম্মেল হকের কাছ থেকে ঘুষের ১৫ হাজার টাকা নেওয়ার সময় মিলন কান্তিকে হাতেনাতে আটক করে দুদক।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন বলেন, মিলনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক জাফর আহমে বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ পেলে এ ধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist