প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ মে, ২০১৮

জমি নিয়ে বিরোধের জের

কুড়িগ্রাম ও হবিগঞ্জে সংঘর্ষে নিহত ২ আহত ২৩

কুড়িগ্রামে জমিজমার দখল নিয়ে সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। অপরদিকে, হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

কুড়িগ্রাম : কুড়িগ্রামের কচাকাঁটা থানার কেদার ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা সাতানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সহিদা বেগম ও ছবেদ আলী নামের দুইজন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সহিদা বেগম এবং রাত ১২টার দিকে ছবেদ আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার নিহতের ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কচাকাঁটা থানায় মামলা করেছেন।

জানা গেছে, সাড়ে ৩ বিঘা জমির মালিকানা নিয়ে সাতনা গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের শহিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ অবস্থায় জহুরুল হক বিবদমান জমিতে দুই মাস আগে দুইটি ঘর তোলেন। গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা ঘর দুইটি পুড়িয়ে দেয়। এ নিয়ে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পাঁচজন আহত হন। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়।

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘজুর গ্রামে জমির সীমানা নিয়ে আলী হোসেন ও হেকিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে গতকাল বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত অভিযোগে ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist