নিজস্ব প্রতিবেদক

  ১৩ মে, ২০১৮

ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতক মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের জনতা হাউজিংয়ের পার্শ্ববর্তী কাঁচাবাজারের সামনে থেকে নবজাতককে উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই হারুন অর রশিদ জানান, ভোরবেলা ডিএনসিসির এক নারীকর্মী ময়লা পরিষ্কার করতে গিয়ে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন কাপড়ে মোড়া এক মেয়ে নবজাতক। তখনো শিশুটির শরীরে সদ্য জন্ম নেওয়ার আভা স্পষ্ট। ওই নারীকর্মী বিষয়টি সিটি করপোরেশনের ঊর্ধ্বতন এক পরিদর্শককে জানালে তিনি মোহাম্মদপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে।

এসআই আরো জানান, কে বা কারা নবজাতককে রাস্তায় ফেলে গেছে তা জানা যায়নি। নবজাতকটিকে চিকিৎসার জন্য মোহাম্মদপুর টেম্পোস্ট্যান্ড-সংলগ্ন গ্লাস আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেন, নবজাতকটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। সে এখন মোটামুটি ভালো আছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist