রাজশাহী অফিস

  ০৬ মে, ২০১৮

পুঠিয়ার মেয়রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ওই জমির মালিক দাবি করে লাল মোহাম্মদ শিকদার নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনে মেয়রের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। গতকাল শনিবার রাজশাহী মহানগরীতে সংবাদ সম্মেলন করেন তিনি। পুঠিয়ার গন্ডগোহালী গ্রামে লাল মোহাম্মদের বাড়ি। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন সহকারী পরিচালক।

এদিকে পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি উপজেলা যুবলীগের সভাপতি। সংবাদ সম্মেলনে লাল মোহাম্মদ বলেন, ‘পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকায় নিজের নামে সাড়ে ৬ শতাংশ জমি আছে। দীর্ঘ ২২ বছর ধরে আমি নিয়মিত খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখল করে আসছি। হঠাৎ গত ১৫ এপ্রিল মেয়র রবি তার দলবল নিয়ে জমিতে গিয়ে আমাকে বলেন, এই জমিটি তিনি কোনো এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। এখন এখানে তিনি বহুতল ভবন নির্মাণ করবেন।’

লাল মোহাম্মদ দাবি করেন, প্রাণনাশের হুমকি দিয়ে মেয়র ২৫ লাখ টাকা মূল্যের এই জমিটি দখলে নিয়েছেন। ইতোমধ্যে জমিতে তিনি বহুতল ভবন নির্মাণের কাজও শুরু করেছেন। ভুক্তভোগী লাল মোহাম্মদ জানান, ক্ষমতা আর পেশিশক্তির কাছে পরাজিত হয়ে ঘটনার দুই দিন পর তিনি মেয়র রবি, তার ভাই ছবি এবং দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত জমিটিতে ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু আদালতের সেই আদেশ উপেক্ষা করে মেয়র ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে পুলিশের সহায়তা চেয়েও পাচ্ছেন না লাল মোহাম্মদ। তার দাবি, আদালতের আদেশের কপি নিয়ে বারবার থানায় গেলেও পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

জমি দখলের ব্যাপারে জানতে চাইলে মেয়র রবিউল ইসলাম রবি বলেন, দেড় মাস আগে এলাকার এক ব্যক্তির কাছ থেকে তিনি জমিটি কিনেছেন। লাল মোহাম্মদের জমি আর তার কেনা জমি আলাদা। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তাই তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তবে পৌর ইমারত আইন লঙ্ঘন করে তিনি বহুতল ভবন নির্মাণ করছেন বলে স্বীকার করলেও আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু জানেন না বলেও দাবি করেন তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বলেন, লাল মোহাম্মদ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি তাকে বলেছেন, জমিজমার বিষয়টি পুলিশের না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘœ ঘটলে পুলিশ তাকে সর্বাত্মক সহায়তা করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist